| |
               

মূল পাতা সারাদেশ জেলা ডিমলায় জেলহত্যা দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ


ডিমলায় জেলহত্যা দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ


রহমত নিউজ ডেস্ক     04 November, 2022     12:48 PM    


নীলফামারীর ডিমলায় জেলহত্যা দিবসের অনুষ্ঠানে ফেরদৌস পারভেজ নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। ফেরদৌস পারভেজ ডিমলার বাবুরহাট এলাকার আবুল কাশেম সরকারের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টায় ডিমলা থানায় সাধারণ ডায়েরি করেন ওই মুক্তিযোদ্ধা। এ ঘটনায় শুক্রবার বিকালে জরুরি বৈঠক ডেকেছেন জেলার মুক্তিযোদ্ধারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলহত্যা দিবস উদযাপনের জন্য ডিমলা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও বিজয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের কর্মসূচি নেয়। এজন্য দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে কর্মসূচিতে অংশ নিতে দলীয় অফিসে আসেন উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামের সঙ্গে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ ও ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকারের পতাকা উত্তোলন নিয়ে কথা কাটাকাটি হয়। এক সময় যুবলীগ নেতা ফেরদৌস পারভেজ বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ধাক্কাধাক্কি করেন। পরে যুবলীগ নেতা ফেরদৌস পারভেজের লোকজন জেল হত্যা দিবসের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়।

বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বলেন, জেলহত্যা দিবসে উপজেলা আওয়ামী লীগ অফিসে যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ ও উপজেলা ছাত্রলীগের আবু সায়েম সরকার আমাকে পতাকা উত্তোলন করতে দেবে না ও রাজাকার বলে গালিও দেয়। আমি এর প্রতিবাদ করায় পারভেজ ও সায়েমসহ আরও ১৫ জন আমাকে ধাক্কা দেয়। এছাড়া আমাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। আমি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য রাতেই ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ বলেন, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজুল চাচার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রচারণা চালিয়েছেন। জেলা পরিষদের নির্বাচনে সরাসরি নৌকার বিরোধীতা করে আজ তিনি জেলহত্যা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন। আমরা এটার বিরোধীতা করেছি। এ সময় ছাত্রলীগসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান জীবনের নিরাপত্তা চেয়ে রাতে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর নীলফামারী ডিমলা