| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ঢাকার দুই সিটির ৩৭ ওয়ার্ডে কোনো মাঠ-পার্ক নেই


ঢাকার দুই সিটির ৩৭ ওয়ার্ডে কোনো মাঠ-পার্ক নেই


রহমত নিউজ     04 November, 2022     12:43 PM    


মাঠ-পার্কের অপ্রতুলতা ঢাকা শহরের একটি অন্যতম চ্যালেঞ্জ। নতুন করে মাঠ-পার্ক তৈরি সময়সাপেক্ষ এবং জায়গা ও অর্থের প্রয়োজন। স্বল্প সময়ের মধ্যে বড় আকারের মাঠ-পার্ক তৈরি অত্যন্ত কঠিন। কিন্তু কম সময়ে কম বাজেটে এলাকাভিত্তিক অব্যবহৃত বা স্বল্প ব্যবহৃত রাস্তায় খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ খুব সহজেই তৈরি করা যায়। এক্ষেত্রে মোবাইল প্লে-গ্রাউন্ড একটি সময়োপযোগী সমাধান। ঢাকার দুই সিটির ৩৭টি ওয়ার্ডে কোনো মাঠ-পার্ক নেই দাবি করে এলাকাভিত্তিক খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট আয়োজিত তাদের নিজস্ব কার্যালয়ে ‌‘এলাকাভিত্তিক শিশুদের জন্য মোবাইল প্লে-গ্রাউন্ড’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। সংস্থার কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ধানমন্ডি শংকর কল্যাণ সমিতির সভাপতি মো. আমির হোসেন, পশ্চিম জাফরাবাদ বাড়ি মালিক সমিতির অর্থ সম্পাদক মকবুল হোসেন, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম. এ. মান্নান মনির, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার প্রমুখ।

বক্তারা বলেন, এলাকাভিত্তিক স্বল্প ব্যবহৃত বা অব্যবহৃত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রেখে মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজন করে খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ তৈরি করা যায়। এতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব প্রদান ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মানসিকতা গড়ে ওঠে। এ শহরে সামাজিক বাধা ও সুযোগের অভাবে কিশোরীরা সামাজিকীকরণ থেকে বঞ্চিত। এ কার্যক্রমটির মাধ্যমে কিশোরীদের সামাজিকীকরণের সুযোগ তৈরি হয়েছে।

আয়োজকরা জানান, নানাবিধ সুবিধা বিবেচনায় পশ্চিম ধানমন্ডি শংকর চেয়ারম্যান গলিতে মোবাইল প্লে-গ্রাউন্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আওতায় শিশুদের দাবা-লুডুসহ বিভিন্ন খেলাধুলা, ছবি আঁকা, ক্রাফটিংসহ বিভিন্ন আয়োজন থাকবে। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার এ এলাকায় মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজিত হবে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা