| |
               

মূল পাতা সারাদেশ জেলা ‘খেলাফত ভিত্তিক রাষ্ট্রে প্রতিষ্ঠায় জান-মালের কোরবানী করতে হবে’


‘খেলাফত ভিত্তিক রাষ্ট্রে প্রতিষ্ঠায় জান-মালের কোরবানী করতে হবে’


রহমত নিউজ     04 November, 2022     05:22 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী বলেছেন, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে অশান্তি বিরাজ করছে। মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। মানুষ মহাকষ্টে দিনাতিপাত করছে। খেলাফত ভিত্তিক রাষ্ট্রে প্রতিষ্ঠায় আমাদের জান-মালের কোরবানী করতে হবে। খেলাফত প্রতিষ্ঠিত হলে মানুষ পরিপূর্ণ ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করতে পারবে। কুরআনের আইন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। খেলাফতের দাওয়াত প্রতিটি মানুষের কাছে পৌঁছিয়ে দিতে দলের নেতা-কর্মীদের কাজ করতে হবে। কারাবন্দী দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আটককৃত আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) শহরের পৌর জনমিলন কেন্দ্রে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাওলানা এনসমুল হক মূসা ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের আরব আমিরাত শাখার সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়া, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুয়তাসিম বিল্লাহ জালালী।

সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ বলেন, আল্লাহ পাক নবী রাসূলদের পাঠিয়েছেন পৃথিবী থেকে তাগুতী ব্যবস্থা বাতিল করে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশ খেলাফত মজলিসও তাগুতী শাসন ব্যবস্থা বাতিল করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজ করছে। রিমান্ডের নামে আলেম-উলামাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। হামলা মামলা হয়রানি ও গ্রেফতার বন্ধ করুন, রিমান্ডে অমানবিক আচরণ আল্লাহ সহ্য করবেন না। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আটককৃত আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বদরুদ্দীন, সহ সভাপতি মুফতী হাবীবুর রহমান শামীম রাজনগরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা রহমত আলীর যৌথ পরিচালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি মাওলানা আবুল কালাম, মাওলানা ফারুক আহমেদ, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আব্দুল হাই উত্তরসূরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, মৌলভীবাজার পৌর সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম ওলিপুরী, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, সহ সাধারণ সম্পাদক মাওলানা এখলাসুর রহমান সাংগঠানিক সম্পাদক মাওলানা আব্দুল মুকিদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা হিফজুর রহমান হেলালী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম ইউসূফী, সাংঠানিক সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতী রুহুল আমীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহ সভাপতি মাওলানা জয়নাল জয়নাল আবেদীন শাহেপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সুবহান, বড়লেখা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা লুৎফুর রহমান যুগ্ম সদস্য সচিব মাওলানা ফয়জুল বারী, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিম আহমদ সাম্মাম, শেরপুর শাখার সভাপতি মাওলানা গিলমান আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা হাম্মাদ বিল্লাহ, সংগঠন সম্পাদক মাওলানা শাহ মিসবাহ, পৌর সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা মুফতী আল আমিন আহমেদ মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা জমশেদ আলী, কামারচাক ইউনিয়ন সভাপতি মাওলানা আখলিসুর রহমান, কাগাবলা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মহসীন আহমেদ আজাদ, পাঁচগাও ইউনিয়ন সভাপতি মাওলানা আশিকুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দাল হুসাইন ছাত্র মজলিসের জেলা সভাপতি শহিদুল ইসলাম তালহা প্রমুখ


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট মৌলভীবাজার মৌলভীবাজার সদর