| |
               

মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক     03 November, 2022     06:08 PM    


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পিটিআইয়ের অভ্যর্থনা শিবিরের কাছে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানোর পর বিশৃঙ্খল দৃশ্যের সৃষ্টি হয়।

ইমরান খানের পায়ে গুলি লেগেছে বলেও জানিয়েছে জিও নিউজ। পুলিশ জানিয়েছে, ইমরান খানের কন্টেইনারে গুলি করা সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছেন। এ ঘটনায় পিটিআইয়ের নেতা ফয়সাল জাভেদসহ আরও কয়েকজন আহত হয়েছে।

আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করছে পিটিআই। এরই মধ্যে এই ঘটনা ঘটল।

এর আগে ইমরান খানের জীবনের আশঙ্কা রয়েছে এমন তথ্যের কথা জানায় দেশটির গোয়েন্দা বাহিনী। এর প্রেক্ষিতে ইমরান খানের নিরাপত্তাও জোরদার করা হয়েছিল।