| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ এবারও রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন বাংলাদেশি ২ আলেম


এবারও রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন বাংলাদেশি ২ আলেম


আন্তর্জাতিক ডেস্ক     03 November, 2022     07:51 PM    


পাকিস্তানের রাইবেন্ড তাবলিগ মারকাজে চলছে বার্ষিক ইজতেমা। পাকিস্তান তাবলিগ জামাতের বার্ষিক এ ইজতেমার ১ম পর্ব শুরু হয়েছে। বরাবরের মত এবারও বাংলাদেশি দুই আলেম বয়ান করবেন এ ইজতেমায়।

আজ (৩ নভেম্বর)  বৃহস্পতিবার ১ম পর্ব শুরু হয়েছে ৬ নভেম্বর রবিবার শেষ হবে। রায়বেন্ড মারকাজের দায়িত্বশীল মাওলানা কালিমুল্লাহ জামিল জানান, বাংলাদেশের তাবলিগ মারকাজের দুইজন মুরব্বি রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন। শুক্রবার বাদ আসর বাংলাদেশের তাবলিগ জামাতের মুরুব্বি হাফেজ কারি মাওলানা মোহাম্মাদ জোবায়ের আহমদ বয়ান করবেন। শনিবার বাদ ফজর বয়ান করবেন বাংলাদেশের তাবলিগের মুরব্বি মাওলানা রবিউল হক।

বৃহস্পতিবার আসরের নামাজের পর মাওলানা নাজরুর রহমানের বয়ানে ইজতেমা শুরু হয়েছে। মাগরিবের নামাজের পর বয়ান করেন মাওলানা ইব্রাহিম দেওলা।

শুক্রবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুল রহমান বোম্বাই। জুমার নামাজের পর মাওলানা ইসমাইল গোধরা। আসরের নামাজের পর ক্বারী মাওলানা জুবায়ের বাংলাদেশ। মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লাট।

শনিবার ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ। জোহরের নামাজের পর ভাই ফারুক বাগালুর। আসরের নামাজের পর মাওলানা জহিরুল হাস। মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা রবিবার ফজরের নামাজের পর মাওলানা খুরশিদ। আখেরি মুনাজাত মাওলানা ইব্রাহিম দেওলা।