| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     03 November, 2022     03:15 PM    


কর্মদক্ষতা ও দেশপ্রেমে ঘাটতি পড়ায় পুলিশের কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। চাকরির ২৫ বছর বয়স হলে কারও কর্মদক্ষতা, দেশপ্রেমে ঘাটতি পড়ে গেলে সরকার ব্যবস্থা নিতে পারে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কেউ যদি বসেই থাকে, দায়িত্ব পালন না করে; তাহলে তো দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতির বিষয়টিই প্রমাণ হয়।

দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতি ছিল বলেই বিভাগ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর পৃথক প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপার সিআইডির মীর্জা আব্দুল্লাহেল বাকী, মো. দেলোয়ার হোসেন মিঞা ও পুলিশ অধিদপ্তরের মো. শহীদুল্ল্যাহ চৌধুরীকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া ৩১ অক্টোবর দুটি প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার সিআইডির মো. আলমগীর আলম ও ট্যুরিস্ট পুলিশের মো. মাহবুব হাকিমকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়।