| |
               

মূল পাতা সারাদেশ জেলা মাহফিলে বিএনপির সাবেক এমপিকে জুতা নিক্ষেপ


মাহফিলে বিএনপির সাবেক এমপিকে জুতা নিক্ষেপ


রহমত নিউজ ডেস্ক     30 October, 2022     11:11 AM    


কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আক্তারুজ্জামান রঞ্জনকে ওয়াজ মাহফিলে জুতা নিক্ষেপ করা হয়েছে। প্রখ্যাত আলেমেদ্বীন মুফতী আরিফ বিন হাবীবের গঠনমূলক বয়ানের অসম্মানজনকভাবে বিরোধিতা করলে উত্তেজিত জনতা তাকে জুতা নিক্ষেপ করে ।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ৪১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

জানা গেছে, শনিবার সন্ধ্যায় মুফতী আরিফ বিন হাবীব পবিত্র কুরআন ও সহিহ্ হাদিসের প্রমাণ দিয়ে গঠনমূলক বয়ান করেন মাহফিলে। বয়ান শেষে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান রঞ্জন মাইক হাতে নিয়ে অসম্মানজনকভাবে এই বয়ানের বিষয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে উপস্থিত জনতা তার প্রতি ক্ষিপ্ত হয়ে জুতা নিক্ষেপ করা শুরু করেন।

এ বিষয়ে মেজর আক্তারুজ্জামান রঞ্জন গণমাধ্যমকে বলেন, ওয়াজের মঞ্চে হুজুরের বক্তব্য নিয়ে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। আমি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি । যদিও একটি ভিডিওতে দেখা যায়, শান্তভাবে চলতে থাকা মাহফিল আক্তারুজ্জামান রঞ্জনের বক্তব্যের সময় অশান্ত হয়ে উঠে। সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  জুতা নিক্ষেপের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি অস্বীকার করেন। তবে ভিডিওতে জুতা নিক্ষেপের বিষয়টি স্পষ্ট দেখা গেছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর আমরা এখনো পাইনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা কিশোরগঞ্জ কটিয়াদী