মূল পাতা শিক্ষাঙ্গন বারিধারা জামিয়ায় সংবর্ধিত মাওলানা জুনায়েদ আল হাবীব
রহমত নিউজ 30 October, 2022 08:45 PM
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জামিয়া মাদানিয়া বারিধারায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) বাদ আসর জামিয়া ক্যাম্পাসে আগমন করলে মাদরাসার বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা খতীবে বাঙ্গালের ইস্তেকবালে দু'পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির প্রধান শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক'সহ জামিয়ার শিক্ষকমণ্ডলীর প্রতিনিধিদলমাওলানা জুনায়েদ আল হাবীবকে অভ্যর্থনায় এগিয়ে আসেন। এরপর জামিয়ার মেহমানখানায় শিক্ষকমণ্ডলীর হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ, কুশল বিনিময় ও জেল জীবনের স্মৃতিচারণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- জামিয়ার শায়খুল হাদীস মুফতি মকবুল হোসাইন কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা হেদায়েতুল্লাহ, মুহাদ্দিস ও দারুল একামা মুফতি ইকবাল হোসাইন কাসেমী, ভারপ্রাপ্ত মুহতামীম মাওলানা মাসউদ আহমদ, মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী, সিনিয়র শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা মুহাম্মদুল্লাহ প্রমুখ।
এছাড়াও জামিয়ার ছাত্র সংসদের সভাপতি মুফতি জাকির হোসাইন কাসেমীর নেতৃত্বে আল-কাসিম ছাত্র সংসদের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এতে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাহমুদ, মারুফ আল মাহমুদ, আল আমিন, সাংগঠনিক সম্পাদক সা'আদ বিন জাকির, প্রচার সম্পাদক মিনহাজ খান সহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ১৭ এপ্রিল ২০২১ রাজধানীর বারিধারা জামিয়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।