| |
               

মূল পাতা সারাদেশ মহানগর সোমবার থেকে সিলেটে লাগাতার ৪৮ ঘণ্টার ট্রাক ধর্মঘট


সোমবার থেকে সিলেটে লাগাতার ৪৮ ঘণ্টার ট্রাক ধর্মঘট


মহানগর ডেস্ক     29 October, 2022     06:56 PM    


সিলেটে অবস্থিত পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রবিবারের (৩০ অক্টোবর) মধ্যে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া না হলে সোমবার থেকে সিলেট জেলায় লাগাতার ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল জানান, পাথর কোয়ারি বন্ধ থাকায় পরিবহন মালিক শ্রমিকসহ সবাই ঋণের জালে আবদ্ধ। আমরা এ নিয়ে বারবার প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছি এবং গত ১৬ অক্টোবর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু আমাদের দাবির ব্যাপারে তারা কোনো কর্ণপাত করছেন না। তাই আমরা বাধ্য হয়ে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে পাথর কোয়ারি খুলে না দিলে সোমবার থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হবে।পরবর্তীতে এই কর্মসূচি পুরো সিলেট বিভাগে পালিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট