রহমত নিউজ 29 October, 2022 09:23 PM
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, শিক্ষকরা হলেন জাতি গঠনের মহান কারিগর। ভবিষ্যত প্রজন্মকে ইতিহাসের সত্য জানার বিষয়ে শিক্ষকগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাঙ্গালি জাতির স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম সংগ্রাম আর আত্মত্যাগের কথা জানতে বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ (২৯ অক্টোবর) শনিবার সকালে ইসলামপুর মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখা আয়োজিত ইসলামপুর উপজেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখিত "কারাগারের রোজনামচা" বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বই বিতরণ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলার ১০৭টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা ও ২৪৪টি প্রাথমিক বিদ্যালয় প্রধানের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লিখিত ‘কারাগারের রোজনামচা’ বইটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর কারা-জীবনে সীমাহীন শারীরিক, মানসিক নির্যাতন ও কষ্টের শিকার হয়েছেন। তিনি অপমান, অবহেলাও কম সহ্য করেননি। এর মাঝেও তিনি দেশের জনগণের মুক্তি আর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে গেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলার গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, তেরো বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ আজ অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। সামাজিক সুরক্ষায় সরকার বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন, পুষ্টি, শিক্ষা সহায়তা, প্রতিবন্ধী ভাতাসহ নানাবিধ ভাতা প্রচলন করে সমাজের প্রতিটি শ্রেণি পেশার মানুষকে সামাজিক সুরক্ষা প্রদান করে যাচ্ছে, যা ইতোপূর্বে কোনো সরকার করেনি। করোনা মহামারী উত্তর এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় আমাদেরকেও কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সরকারি ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন ফোরকান, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ ও ঢাকা-এর চারুকলা অনুষদের চেয়ারপার্সন শাহজাহান আহমেদ বিকাশ। স্বাগত বক্তব্য দেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর ল' কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস ছালাম।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর