| |
               

মূল পাতা সাহিত্য কাল বইমেলায় কালান্তরের ৫ বইয়ের পাঠ উন্মোচন


কাল বইমেলায় কালান্তরের ৫ বইয়ের পাঠ উন্মোচন


রহমত নিউজ     26 October, 2022     06:04 PM    


পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলায় কালান্তর প্রকাশনীর ৫টি বইয়ের পাঠ উন্মোচনের আয়োজন করা হয়েছে।

পাঠ উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, লেখক, গবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংগঠক ও সম্পাদক, গোলাপকুঁড়ি মুহাম্মদ মুনতাসির আলী।

এছাড়াও আরো উপস্থিত থাকবেন, আবদুর রশীদ তারাপাশী, আতাউল কারীম মাকসুদ, মহিউদ্দিন কাসেমী, আইনুল হক কাসিমী, রেজাউল কারীম আবরার,আলী হাসান উসামা, আবুল কালাম আজাদসহ লেখক, অনুবাদক, সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

যে ৫ বইয়ের পাঠ উন্মোচন হবে : চার খলিফা, লেখক : ড. মুহাম্মাদ সাইয়িদ ওয়াকিল,  মাওলানা রাহমাতুল্লাহ কিরানবি রাহ., লেখক :  নিজামুদ্দিন আসির আদরাবি অনুবাদ : আবুল কালাম আজাদ, প্রাচ্যবিদদের বয়ানে সভ্যতায় মুসলিম অবদান, লেখক : নূর আহমদ, অনুবাদ : আবদুর রশীদ তারাপাশী, আলিমদের মর্যাদা, লেখক : ইমাম আবু বকর মুহাম্মাদ আজুররি,কুরআন-সুন্নাগ ও বিজ্ঞাপনের আলোকে দাড়ি, লেখক : ড. গওহার মুশতাক