| |
               

মূল পাতা সারাদেশ জেলা গ্যাস লিকেজ : শিশুসহ এক পরিবারের ৩ জন দগ্ধ


গ্যাস লিকেজ : শিশুসহ এক পরিবারের ৩ জন দগ্ধ


রহমত ডেস্ক     25 October, 2022     11:42 AM    


মানিকগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধরা হলেন- মো. রাশেদ (৪৫), তার স্ত্রী মোছা. সোনিয়া আক্তার (২৮) ও শিশু রিফাত। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসেন কামাল আহমেদ নামে এক ব্যক্তি। তিনি বলেন, বাসায় রাতে কয়েল জ্বালানো ছিল। গৃহকর্তা রাশেদ ভোরে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান। সেখান থেকে বের হওয়ার পরই তারা দগ্ধ হন। রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে কয়েলের আগুনে এ দুর্ঘটনা ঘটতে পারে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রাশেদ ৮৫ শতাংশ, শিশু রিফাত ৪০ শতাংশ ও সোনিয়া ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর