| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ‘সীরাতের পথ ধরে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে’


‘সীরাতের পথ ধরে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে’


রহমত নিউজ     22 October, 2022     07:31 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশে দুর্নীতির মহোৎসব চলছে। সাধারণ জনগণ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির সাথে তাল মিলাতে না পেরে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পরে এমন হবার কথা ছিলনা। এজন্য দায়ী হলো নববী আদর্শ বাদ দিয়ে মানব রচিত কুফরি মতবাদের অনুসরণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী অনুশাসন বাদ দিয়ে অন্য কোনো বুর্জোয়া মতবাদের প্রাধান্য দেয়া কখনোই বুদ্ধিমান শাসকদের কাজ হতে পারে না। আমরা চাই সীরাতের পথ ধরে দুর্নীতিমুক্ত একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সে লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ দেশের প্রতিটি মানুষের মাঝে পৌঁছে দিতে আমরা প্রায় তিন মাসব্যাপী বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছি। প্রাথমিক থেকে মাস্টার্স ডিগ্রী পর্যন্ত অন্যান্য সাবজেক্টের সাথে পূর্নাঙ্গ সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সিলেবাসের আওতাভুক্ত করার জোর দাবি জানান তিনি।

আজ (২২ অক্টোবর) শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় সীরাত সম্মেলন ও সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল উপলক্ষে জাতীয় সীরাত প্রতিযোগিতার সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে  উপস্থিত ছিলেন দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার, মিডিয়া উপ-কমিটির সহকারী সম্বয়কারী শহিদুল ইসলাম কবিরসহ ঢাকা মহানগর অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, গতকাল শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকার চারটি পৃথক ভেন্যু তথা পুরানা পল্টস্থ আইএবি মিলনায়তনে প্রায় অর্ধ সহস্রাধিক প্রতিযোগী নিয়ে কুরআন তিলাওয়াত (হদর) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে হিফজুল হাদীস, সেগুনবাগিচাস্থ আত তরীক মিলনায়তনে বক্তৃতা প্রতিযোগিতা এবং সর্বশেষ কচিকাঁচা মিলনায়তনে নাতে রাসূল সা. প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ০৪ নভেম্বর'২২ শুক্রবার জাতীয় সীরাত সম্মেলন মঞ্চে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরুষ্কার বিতরণ করা হবে।

সীরাত প্রতিযোগিতায় হদর তিলাওয়াত অংশে বিচারক ছিলেন ক্বারী হাবিবুর রহমান মিসবাহ, ক্বারী তওহিদ বিন আলী লহরী, হাফেজ বেলাল হোসাইন, হিফজুল হাদীস অংশে বিচারক ছিলেন, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী রেজাউল করীম আবরার, মুফতী শামসুদ্দোহা আশরাফী, বক্তব্য অংশে বিচারক প্যানেকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কে এম আতিকুর রহমান, লেখক গবেষক ও সাংবাদিক জহির উদ্দিন মুহাম্মাদ বাবর, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অংশে বিচারকের দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নূরুল করীম আকরাম, সুরকার গীতিকার মাওলানা ইমতিয়াজ মাসরুর, মাওলানা সাইফ মুহাম্মদ সালমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতী শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। পরিচালনায় ছিলেন কেএম শরীয়াতুল্লাহ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা