| |
               

মূল পাতা জাতীয় কাল রাজধানীতে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির উলামা সম্মেলন


কাল রাজধানীতে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির উলামা সম্মেলন


রহমত নিউজ     21 October, 2022     03:57 PM    


রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে উলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। আগামীকাল (২২ অক্টোবর) শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন, দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুফতি সায়্যিদ মুহাম্মদ সালমান মনসুরপুরী, প্রধান আলোচক হিসেবে থাকবেন, আলজামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মূঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, সম্মেলন উদ্বোধন করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি রুহুল আমীন। সভাপতিত্ব করবেন খনসকবার আমীর মাওলানা আবদুল হামিদ মধুপুরী

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের মুহতামিম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, জামিয়া ইকরা বাংলাদেশের শায়খুল হাদিস  মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জামিয়া আরাবিয়া ইমদাদুল ঊলূম ফরিদাবাদের মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহতামিম  মাওলানা শাহ সালাহউদ্দিন নানুপুরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া মাহমুদিয়া বরিশালের মুহতামিম মাওলানা উবাইদুর রহমান মাহবুব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, নেসারাবাদের পীর মাওলানা খলিলুর রহমান, বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা উবাইদুর রহমান খান নদভী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মাওলানা আরশাদ রহমানী, আলজামিয়া আলইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা উবাইদুল্লাহ হামযাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, পাঙ্গাসিয়ার পীর মাওলানা আতাউল্লাহ বুখারী।

বক্তব্য রাখবেন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, খালিদ সাইফুল্লাহ সাদী মোমেনশাহী, মুফতি জাফর আহমদ ঢালকানগর, মাওলানা ড.মুশতাক আহমাদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, বেফাকের সহ সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী, মাওলানা আনাস মাদানী, মাওলানা আব্দুল আউয়াল, ডিআইটি নারায়ণঞ্জ, মাওলানা এমদাদুল হক শানে মালিয়া, মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী শিবচর, মাওলানা মোস্তাক আহমদ খুলনা, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া আরজাবাদ, মাওলানা আব্দুর রহমান উজানী, মাওলানা মুহাম্মাদ আনাস, মাওলানা আশিকুর রহমান কাসেমী সাভার, মাওলানা আলী আকবর কাসেমী হেমায়েতপুর, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা সাঈদ নূর মানিকগঞ্জ, মাওলানা মুর্শিদুল আলম, মাওলানা আব্দুল মাজীদ, মাওলানা আবুল বাশার নোমানী জামেল উলুম মিরপুর, মাওলানা মুহিব্বুল্লাহ মাওলানা আমীনুল্লাহ, মাওলানা মুজীবুর রহমান, মাওলানা রশিদ আহমাদ, মুফতি মুবারকুল্লাহ বি-বাড়িয়া, বাহাদুরের পীর  মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, মাওলানা আবুল কালাম মুহাম্মদ, জিরি মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা খুবাইব বিন তৈয়্যব, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ ব্যাংক কলোনী, মাওলানা শহিদুল ইসলাম কাসেমী মিরপুর, মুফতি আবু সাঈদ মলিবাগ, মাওলানা ফজলুর রহমান গাজীপুর, মাওলানা মিনহাজ উদ্দীন চকবাজার, মাওলানা আব্দুল লতীফ ফারুকী, মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মুফতি জসিমুদ্দীন সোহানী, মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, মাওলানা খাজা আহমদুল্লাহ, মাওলানা লেহাজ উদ্দীন, মাওলানা ফয়জুল্লাহ খান কেরাণীগঞ্জ, মাওলানা মুযযাম্মিল হক উলামাবাজার, মুফতি হাবীবুর রহমান কাসেমী নাজিরহাট, মুফতি মুহাম্মাদ আলী আফতাবনগর, মাওলানা ক্বারী আবুল হুসাইন, মুফতি শােয়াইব ইবরাহীম, মাওলানা মাহমুদুল হাসান মুমতাজী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মুহাম্মদ ইউনুস রংপুর, মাওলানা বজলুল হুদা, মাওলানা বশীর আহমাদ, মাওলানা আকরাম হােসাইন, মাওলানা সাখাওয়াত হােসাইন, মুফতি নেসার আহমাদ, মাওলানা আবুল কালাম নীলফামারী, মুফতি মনিরুজ্জামান বইতুন নুর ঢাকা, মাওলানা মাসউদুল কারীম, মাওলানা বশীরুদ্দীন, মাওলানা শওকত হুসাইন সরকার, মাওলানা আহমদ কবীর আমকুনী সিলেট, মাওলানা মফীজুল ইসলাম, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা আলী আহমাদ চৌধুরী, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা শফীউল্লাহ খান, মাওলানা রেজাউল হক আব্দুল্লাহ, মাওলানা শহীদুল্লাহ খন্দকার, মাওলানা এমদাদুল হক, মাওলানা আবু বকর।