রহমত নিউজ 17 October, 2022 07:08 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, দেশের মানুষ খাদ্য শঙ্কটে ভুগছেন। নিত্যপণের দাম আশঙ্কাজনক হার বেড়ে যাওয়ায় মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। বিভিন্ন মিডিয়ার জরিপে উঠে এসেছে, দেশের ৬৮ ভাগ মানুষ খাবার কিনতেই হিমশিম খাচ্ছে। খাবার কিনতে সম্পদ বিক্রি করছে মানুষ। বড় একটি অংশ ঋণ করে চলছেন। দেশে দুর্ভিক্ষের আলামত ফুটে উঠেছে। দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাওয়ায় অর্থনৈতিক শঙ্কট তৈরি হয়েছে। সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে। ফলে বাজার সিন্ডিকেটের দখলে। সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। নিত্যপণ্যের দাম বাড়ার সাথে সাথে তা প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। কিন্তু দাম কমলে সপ্তাহ পার হয়ে গেলেও বাজারে দাম কমার নির্দেশ পৌঁছে না।
আজ (১৭ অক্টোবর) সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত সদস্য কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারি প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ নূর হোসেন, জেলা সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ। কর্মশালায় থানা নেতৃবৃন্দ এবং থানার আওতাধীন সদস্যগণ অংশ নেন।