রহমত নিউজ 16 October, 2022 02:17 PM
আইএমএফ থেকে সাড়ে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তার আশ্বাস পেল বাংলাদেশ। বাংলাদেশে সংস্থাটির সঙ্গে চূড়ান্ত দর-কষাকষির পর তিন কিস্তিতে ছাড় হবে এ অর্থ। মূল্যস্ফীতির চাপ, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াসহ নানা সংকটে চলতি বছর রিজার্ভে টান পড়ে বাংলাদেশের। ডলার সংকট সামাল দিতে কয়েক মাস আগে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাড়ে চার বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে।যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংক এর বার্ষিক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার জানালেন, এর বাইরেও বিশ্বব্যাংক থেকে আলাদা দুটি প্রকল্পে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে। বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক বৈঠকে আশ্বাস মিলেছে বাজেট সহায়তার। আমরা সেখান থেকে ৪৫০ কোটি ডলার পাওয়ার আশা করছি। এছাড়া বিশ্বব্যাংকের কাছ থেকে আরও ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে। আগের একটি এবং নতুন একটি বাজেট সাপোর্ট চেয়েছি আমরা। সেখানে সব মিলিয়ে এই ১০০ কোটি ডলার পাওয়ার বিষয়ে আশাবাদী। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনা চলবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই ঋণ পেলে আমাদের ডলারের যে একটা সংকট আছে সেটা অনেকটা কেটে যাবে। দ্রুত আইএমএফ বিশ্বব্যাংকের ঋণ পাওয়া গেলে কাটবে ডলার সংকট। রেমিট্যান্স, রফতানি ঠিক থাকলে আসছে বছরে শেষ নাগাদ বাংলাদেশ কিছুটা স্বস্তিতে থাকবে।