| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য দেশের মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না : শেরিফা কাদের


দেশের মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না : শেরিফা কাদের


রহমত নিউজ     16 October, 2022     07:33 PM    


জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের বলেছেন, দেশের মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না। এক যুগ হলো একটি প্রজন্ম ভোটাধিকার অর্জন করেছে কিন্তু তারা এখনো ভোট দিতে পারেনি। তাই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। আমরা মানুষের সকল অধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি।

আজ (১৬ অক্টোবর) রবিবার রাজধানীর বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির মিটিংয়ে তিনি এসব কথা বলেন। মিটিংয়ে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন মুকুল প্রমুখ।

শেরিফা কাদের বলেন, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ অসহনীয় কষ্টে আছেন। প্রতিদিনই দু’একটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু দেখার কেউ নেই। বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ। অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। অথচ মানুষের আয় বাড়ছে না। প্রতিদিনই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে, এমন বাস্তবতায়, জীবন রক্ষাকারী ওষুধ ও শিশু খাদ্যও কিনতে পারছে না সাধারণ মানুষ।