রহমত নিউজ 15 October, 2022 08:38 PM
মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে ও বিএনপির নির্বাহী সদস্য হুম্মাম কাদের চৌধুরীর দেওয়া ‘নারায়ে তাকবির’ স্লোগানের প্রতিবাদে গৌরব ৭১ নামে একটি সংগঠন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে আইনি মোতাবেক হুম্মাম কাদেরের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় গৌরব ৭১। আজ (১৫ অক্টোবর) শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফলাজুর রহমান বাবু বলেন, জিয়া ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে এনে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছিলেন। পরবর্তীতে খালেদা জিয়াও একই কাজ করেছেন। কিন্তু ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে রাজাকারদের বিচারের আওতায় আনার চেষ্টা করেছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে আবার এ পথ বন্ধ করার নানা ফন্দি করেছে। তবুও বঙ্গবন্ধুকন্যা যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলিয়েছেন।
গৌরব ’৭১ সংগঠনের সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, বিএনপির নামে স্বাধীনতা বিরোধীদের যে ফ্রন্ট, তারা মহাসমাবেশে এ দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছে। তাদের এ সমাবেশে যুদ্ধাপরাধী রাজাকার সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের শহীদ বলে আখ্যা দিয়েছে। কত বড় স্পর্ধা! দ্রুততম সময়ে রাজাকারদের তালিকা প্রকাশ করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একইসাথে হুম্মামের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, গৌরব' ৭১ সংগঠন স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে।