| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ১ লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ, গ্রেফতার ৪


১ লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ, গ্রেফতার ৪


রহমত ডেস্ক     14 October, 2022     12:02 PM    


ফেব্রিকের নামে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ১ লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট বিভাগের উপপরিচালক সানজিদা খানম। এর আগে  গত বুধবার (১২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালান জব্দ করা হয়।

সানজিদা খানম জানান, গত ১২ অক্টোবর গোপন সংবাদ ভিত্তিতে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের কুরিয়ার ইউনিটে টিম ফ্লাই বার্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের পণ্যাগারে তল্লাশি চালিয়ে ৬৬টি প্যাকেট মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্যাকেটগুলোতে ৪৩ হাজার পিস ৮ জিবি, ৩৩ হাজার ৫০০ পিস ১৬ জিবি, ৫২ হাজার ৫০০ পিস ৩২ জিবি এবং ৫ হাজার ৪০০ পিস ৬৪ জিবিসহ মোট এক লাখ ৩৪ হাজার ৪০০ পিস মেমোরি কার্ড পাওয়া যায়। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ১৬ লাখ টাকা। এ সময় চার কর্মচারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে আগেও এ ধরনের পণ্য চোরাচালানের কথা স্বীকার করেন।

তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় শুল্ক গোয়েন্দারা।