| |
               

মূল পাতা জাতীয় ‘বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন মনগড়া’


‘বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন মনগড়া’


রহমত ডেস্ক     19 September, 2022     08:16 PM    


বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন মনগড়া দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা এবং মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, দেশের সড়ক পরিবহন সেক্টরকে অশান্ত করার উদ্দেশ্যেই মোজাম্মেল হক চৌধুরী একের পর এক অসত্য ও মনগড়া তথ্য পরিবেশন করে আসছে। এতে আমাদের সমিতির নেতাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং জনগণের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যাচাই-বাছাই না করে মনগড়া তথ্য দিয়ে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার মতো দুরভিসন্ধি রয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কিসের ভিত্তিতে এসব তথ্য পেয়েছে সেগুলোর প্রমাণাদি অবশ্যই দিতে হবে। অন্যথায় সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সামদানী খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এর আগে ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় রাজধানীতে গণপরিবহনে প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া নৈরাজ্য হচ্ছে বলে উল্লেখ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। যা দেশের গণমাধ্যমেও প্রকাশিত হয়। কিন্তু রবিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি একটি সংশোধনী বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বাস-মিনিবাসে প্রতিদিন ৫০ লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে ৩ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে।