মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ বিএনপির আন্দোলন মানেই নৈরাজ্য: তথ্যমন্ত্রী
রহমত নিউজ ডেস্ক 13 September, 2022 07:59 PM
মির্জা ফখরুলের সমমনা দল নিয়ে আন্দোলনে নামার বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলন মানেই নৈরাজ্য। উনাদের আন্দোলন মানে পেট্রোল বোমা, গাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও। এবার যদি এগুলো করা হয়, জনগণ-নেতাকর্মীরা প্রতিহত করবে। সেইসাথে পুলিশও মাঠে থাকবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল যখন বলে দেশে দারিদ্র্যতা বেড়েছে তা কোনো কোনো সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় কিন্তু আইএমএফ যখন বলে দারিদ্র্যতা কমেছে তখন খবর প্রকাশিত হয় না।
তথ্যমন্ত্রী আরও বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে মানুষকে স্বপ্ন দেখাতে হবে, জাতিকে শুধু হতাশা না ভালো খবরও দেখাতে হবে। এসময় তিনি বলেন, সমাজে সমালোচনা থাকতে হবে। দায়িত্বে থাকলে সমালোচনা হবে। তাই নগণ্য ভুলকে ঢালাওভাবে প্রচার না করে ভালোটাও তুলে ধরতে হবে।
ড. হাছান মাহমুদ বলেন, যেসব পত্রিকা নিয়মিত বের হয় না, তাদের চিন্তিত করা হয়েছে এবং চারশোর বেশি পত্রিকা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দুইশ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।