| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন ইভিএম কেনার নতুন প্রকল্প নিয়ে সভায় ইসি


ইভিএম কেনার নতুন প্রকল্প নিয়ে সভায় ইসি


রহমত ডেস্ক     13 September, 2022     11:57 AM    


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করতে চাই নির্বাচন কমিশন-ইসি। এজন্য প্রায় সোয়া দুই লাখ ইভিএম মেশিন কিনতে হবে। এ নিয়ে বৈঠকে বসছে ইসি।

আজ (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সভা শুরু হয়েছে। সভায় ইভিএম কেনার প্রকল্প নিয়ে প্রকল্প প্রস্তাবের খসড়া তোলা হবে। কমিশনের মতামত নিয়ে প্রস্তাবটি চূড়ান্ত করার পর তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনাররা ছাড়াও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠকের সময় অধিকাংশ দলই ইভিএম-এর বিপক্ষে মত দেয়। আওয়ামী লীগসহ চারটি দল ভোট চেয়েছে ইভিএমে। এ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির কাছে এখন দেড় লাখ ইভিএম আছে। একদিনে ১৫০ আসনে ভোট করতে হলে আরও প্রায় ২ লাখ ইভিএম প্রয়োজন হবে। এজন্য প্রয়োজন প্রায় ১০ হাজার কোটি টাকা।