রহমত ডেস্ক 13 September, 2022 07:14 AM
বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড তথা অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি কমেছে ১.২৮ ডলার বা ১.৪ শতাংশ। গত শুক্রবার তেলের দাম ৪.১ শতাংশ বাড়ার দুদিন পর সোমবার সকালে এই দাম কমলো।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, তেল রপ্তানিকারক দেশের সংগঠন ওপেক এবং ওপেক+ এর সদস্যরাষ্ট্রগুলো তেল সরবরাহ কিছুটা কমানোয় গত সপ্তাহে তেলের দামে কিছুটা পরিবর্তন এসেছিল। তবে বিশ্বে ক্রুড তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনে লকডাউনের কারণে তেলের বাড়তি দাম কমে এসেছে।
গত সপ্তাহে চীনে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ লকডাউনে ছিলেন। যদিও রোববার মাত্র ১,২৪৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সুদের হার আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
ডিসেম্বরের ৫ তারিখ থেকে রাশিয়ার তেল আমদানির উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। আর জি-সেভেন রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞা কার্যকর শুরু হবে ফেব্রুয়ারি থেকে।
তেল রপ্তানির টাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে বলে মনে করছে ইইউ ও জি-সেভেন। তাই তেল বিক্রি থেকে রাশিয়ার আয় কমাতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার কারণে বছর শেষে তেলের দাম আবারও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।