| |
               

মূল পাতা সারাদেশ ‘এলাকার সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ করা হবে’


‘এলাকার সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ করা হবে’


রহমত ডেস্ক     12 September, 2022     08:20 PM    


ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদ বলেছেন, একাধিক ওয়ারেন্টের আসামী ছাত্তার ডাকাতকে আটকসহ জিগাতলা এলাকার সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ করা হবে। এই এলাকায় ৪৬জনের মতো ওয়ারেন্টের আসামী রয়েছে। তারা যদি আমার কাছে স্বেচ্ছায় আসে আমি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে জামিনের ব্যবস্থা করবো।

আজ (১২ সেপ্টেম্বর) সোমবার বিকালে কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে ইসলামপুর থানা আয়োজিত ইসলামপুর কুলকান্দি যমুনার দূর্গমচর জিগাতলা গ্রামে বিট পুলিশং ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমান,ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমান জিগাতলা ও বেরকুশা গ্রামের নদী ভাঙ্গন শিকার চরবাসীর মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে গুচ্ছ গ্রামের বসবাসের ব্যাবস্থা ও তালিকা তৈরী, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে সচেতনামূলক বক্তব্য রাখেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর