রহমত ডেস্ক 08 September, 2022 06:14 PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, নিরক্ষর ব্যক্তিদের সাক্ষরজ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের সার্বিক উন্নয়নের শিক্ষা ও সাক্ষরতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৩০ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তাই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।
আজ (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-বিএনএফই মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনএফই'র মহাপরিচালক মুঃ নুরুজ্জামান শরীফ, ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সোহেল ইমাম খান প্রমুখ বক্তব্য রাখেন ।
উল্লেখ্য, জাতিসংঘের আহ্বানে প্রতিবছর ৮ সেপ্টেম্বর সারা বিশ্বের মত বাংলাদেশেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়ে থাকে।