| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন শিক্ষাপ্রতিষ্ঠান কখনও রাজনীতি নিষিদ্ধ করতে পারে না : দীপু মনি


শিক্ষাপ্রতিষ্ঠান কখনও রাজনীতি নিষিদ্ধ করতে পারে না : দীপু মনি


রহমত ডেস্ক     08 September, 2022     08:39 AM    


শিক্ষাপ্রতিষ্ঠান কখনও রাজনীতি নিষিদ্ধ করতে পারে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না। কারণ, রাজনীতি করা মানুষের অধিকার। তবে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতির নামে অরাজকতা চাই না।

বুধবার (০৭ সেপ্টেম্বর) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের  সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের প্রেক্ষিতে তিনি আরও বলেন, 'রাজনীতি মানুষের অধিকার। কিন্তু দলীয় রাজনীতি কীভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন, সেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনো বিশৃঙ্খলা, অরাজকতা না হয়। '

সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর পরই প্রতিক্রিয়া দেখায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যদি ইতিবাচক রাজনীতি থাকে, আমার মনে হয় না প্রতিষ্ঠানের দিক থেকে কোনো আপত্তি থাকার কথা। ’