রহমত ডেস্ক 04 September, 2022 10:26 PM
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি বাংলাদেশ সীমান্তের ১২০ গজের ভিতর মিয়ানমার নিরাপত্তা বাহিনী কর্তৃক গোলা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, এর আগেও গত আগষ্ট মাসের ২০ ও ২৮ তারিখে বাংলাদেশের ভিতরে মিয়ানমার বাহিনীর ছুড়া মর্টারসেল এসে পড়ে ছিল। যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লংঘন করে ভিনদেশে হামলার শামিল।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আমরা সংবাদ মাধ্যমে অবগত হয়েছি মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ও আরাকান আর্মির সাথে যুদ্ধ চলছে। এর জেরে আবারো যাতে কোন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে দিকে কড়া নজরদারি রাখতে হবে। এর আগে মজলুম শরনার্থী হিসেবে মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ছিল,স্থায়ী নাগরিক হিসেবে নয়। এখন তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো জরুরী। এবং আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা, মিয়ানমার বাহিনীর মর্টারসেল ও গোলা নিক্ষেপের ঘটনায় বাংলাদেশের দুর্বল ও নতজানু পররাষ্ট্র নীতিই দায়ী। গোলা ও মর্টারসেল নিক্ষেপের ঘটনার কঠোর প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান তিনি।