ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি 03 September, 2022 01:18 PM
জেলা পরিষদ দ্বিতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই জামালপুরে নির্বাচনী হাওয়া বইছে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনে কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে এরই মধ্যে আওয়ামী লীগ ও স্থানী সরকার প্রতিনিধিদের মধ্যে শুরু হয়েছে আলোচনা । কে হতে পারে এবার জামালপুর জেলা পরিষদের সুপারম্যান, এমন প্রশ্ন বাসা বাঁধছে তৃণমূল নেতাকর্মীদের মনে। তবে এ নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী বা বাম দলগুলোর তেমন কোনো আলোচনায় আসেনি এখনো। ইতোমধ্যে আওয়ামী লীগের ৮নেতা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হয়েছেন বলে গুণজন শোনা যাচ্ছে।
এসব নেতারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে প্রচার প্রচারণাসহ দলীয় উর্ধ্বতন পর্যায়ে লবিং শুরু করেছেন বলেও শোনা যাচ্ছে। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন-জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর শরীফ হাসান লেনিন।
এছাড়াও জেলা পরিষদের সাত সাধারণ সদস্য এবং সংরক্ষিত তিন নারী সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরাও মাঠে নেমেছেন।
জানা যায়, গত ২৩অগাস্ট নির্বাচন কমিশন তিন পার্বত্য জেলা বাদ দিয়ে ৬১জেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। জামালপুর জেলা পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদসহ ৯৯৮জন নির্বাচিত জন প্রতিনিধি তাদের ভোট প্রদান করবেন।
তফসিল অনুযায়ী, ১৭অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫সেপ্টেম্বর পর্যন্ত। ১৮সেপ্টেম্বর বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫সেপ্টেম্বর।