| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ক্লাস শেষে বাসের অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা, ট্রাকচাপায় নিহত ১০


ক্লাস শেষে বাসের অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা, ট্রাকচাপায় নিহত ১০


মুসলিম বিশ্ব ডেস্ক     01 September, 2022     07:55 AM    


ক্লাস শেষে বাসের জন্য অপেক্ষা করছিলেন শিক্ষার্থীরা। এসময় স্কুলের বাইরে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়। বুধবার (৩১ আগস্ট) ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি স্কুলের বাইরে একটি বাসস্টপে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা যায়, বেকাসি শহরে ক্লাস শেষে বাসের জন্য অপেক্ষা করছিল শিক্ষার্থীরা। এসময় দ্রুতগতিতে ট্রাকটি তাদের দিকে এগিয়ে আসে এবং দুটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। ট্রাফিক পুলিশ সদস্য লতিফ উসমান জানিয়েছেন, এ ঘটনায় একটি কংক্রিটের কমিউনিকেশন্স টাওয়ারও উপড়ে পড়ে।

উসমান আরও বলেন, এ ঘটনায় ২০ শিশু আহত হয়েছে। তিনি বলেন, ট্রাকটির ব্রেক ফেইল হয়েছিল কিনা তা খতিয়ে দেখছি আমরা।

বেকাসির আরেকজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ট্রাকের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু ছবিতে দেখা যায়, যোগাযোগ টাওয়ারটি স্কুলের গেটের বাইরে রাস্তার উপর পড়েছিল এবং ফুটপাতে বাসস্টপে সেটি গুড়িয়ে পড়েছিল।