| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী মাদরাসার ছাত্রদের চেষ্টায় ভয়াবহ আগুন থেকে রক্ষা


মাদরাসার ছাত্রদের চেষ্টায় ভয়াবহ আগুন থেকে রক্ষা


নিজস্ব প্রতিনিধি     31 August, 2022     02:37 PM    


রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ার সামনে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (৩১ আগস্ট) বুধবার বেলা দেড়টার দিকে ঢাকা প্লাইউড নামের এক কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই জামিয়া নূরিয়ার ছাত্রদের চেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী জামিয়া নূরিয়ার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, যোহরে নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মাদরাসার সামনে অবস্থিত কারখানা ঢাকা প্লাইউডে আগুন দেখতে পাই। তৎক্ষণাৎ মাদরাসার পানির লাইন থেকে পাইপের সাহাযে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ছাত্ররা। পরে মাদরাসার হাউজ থেকে বালতি ভরে পানি দিয়ে আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। মাদরাসার ছাত্ররা তৎক্ষণাৎ চেষ্টা না চালালে আগুন আরও ভয়াবহ রূপ নিতো।

তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে কারখানার জেনারেটর থেকে আগুনের সুত্রপাত হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা