| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ঢাবির প্রশাসনিক জটিলতা নিরসনে ৮ দফা দাবি, ১০ দিনের আল্টিমেটাম


ঢাবির প্রশাসনিক জটিলতা নিরসনে ৮ দফা দাবি, ১০ দিনের আল্টিমেটাম


রহমত ডেস্ক     30 August, 2022     10:02 PM    


ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবির বিভিন্ন দপ্তরের প্রশাসনিক জটিলতা নিরসনে আট দফা দাবিতে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ।

আজ (৩০ আগস্ট) মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। একইসঙ্গে দুপুরে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তিনি।

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, কর্মকর্তাদের গাফলতিতে গুরুত্বপূর্ণ নথিপত্র হারানোর খবর শিক্ষার্থীদের মধ্যে মাঝেমধ্যেই শোনা যায়। এটি ডিজিটাল যুগে সনাতনী নির্যাতনের নামান্তর। এছাড়াও রেজিস্ট্রার ভবনের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতা এবং নিয়মানুবর্তিতায়ও ঘাটতি রয়েছে। তাদের কাজে দীর্ঘসূত্রিতাও আছে। কাজের ব্যাপারে তাদের অলসতা এবং দায়মুক্তির খবর বিশ্ববিদ্যালয়ে ‘লাঞ্চের পর আসুন সুলভ’ আচরণ হিসেবে সর্বজনবিদিত। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের অফিস টাইমে নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। অনেকে অফিস টাইমে নিজস্ব ব্যবসায়ও সময় দেন। আট দফা দাবি নিয়ে আমি ভিসি স্যারের সঙ্গে কথা বলেছি। স্যার উত্থাপিত প্রতিটি দাবিকে গঠনমূলক ও যুগোপযোগী হিসেবে বিবেচনা করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং আধুনিকমনা যেসব কর্মচারী আছেন তারাও আমার দাবির সঙ্গে একমত পোষণ করেছেন।

আল্টিমেটাম ঘোষণা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ‌‘লাঞ্চের পরে আসুন’ নামক ভাইরাসকে যথোপযুক্ত ভেকসিনেশনের মাধ্যমে স্থায়ীভাবে নির্মূল না করা পর্যন্ত আমার পদক্ষেপ অব্যাহত থাকবে। আগামী দশ কর্মদিবসের মধ্যে দাবি পূরণে প্রশাসন যেসব পদক্ষেপ নিবে, সেটি দাবির সঙ্গে কতটা সংগতিপূর্ণ সেটির আলোকে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।

সমস্যাগুলো সমাধানকল্পে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে ৮ দফা দাবি পেশ করেন হাসনাত। দাবিগুলো হলো-

১. শিক্ষার্থীদের হয়রানি নিরসনের জন্য ও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের কাজের জবাবদিহিতা নিশ্চিতকল্পে শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে অভিযোগ সেল গঠন করতে হবে। যেখানে সেবাগ্রহীতারা সুনির্দিষ্ট প্রমাণাদির ভিত্তিতে অভিযোগ জানাতে পারবেন।

২. প্রশাসনিক সব কার্যক্রম অনতিবিলম্বে ডিজিটাইজড করতে হবে।

৩. নিরাপত্তা ও হারিয়ে যাওয়া কাগজপত্র তদন্তের স্বার্থে অফিসগুলোর অভ্যন্তরে প্রতিটি রুমে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

৪. প্রশাসনিক ভবনে অফিসগুলোর প্রবেশদ্বারে ডিজিটাল ডিসপ্লে স্থাপন করতে হবে। ডিসপ্লেতে অফিসগুলোর নাম, কক্ষ নম্বর ও সেখানে প্রদত্ত সেবার বিবরণী, কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের নাম ও ছবিসহ প্রয়োজনীয় তথ্যাবলি প্রদর্শন করতে হবে।

৫. কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যকর ও সুন্দর কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসনিক ভবনের ক্যান্টিনেরও সংস্কার করতে হবে।

৬. কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক সাচিবিক বিদ্যা, পেশাদারিত্ব, মানুষিক ও আচরণগত প্রশিক্ষণ আইন করে বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মানসিক সেবা প্রদানকারী বিভাগ ও সেন্টারগুলোর শরণাপন্ন হতে হবে।

৭. অফিস চলাকালীন প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা ব্যক্তিগত, ব্যবসায়িক কিংবা রাজনৈতিক কোনো কাজেই লিপ্ত থাকতে পারবে না। সে নিরিখে প্রশাসনিক ভবনের অভ্যন্তরে অবস্থিত কর্মচারী ইউনিয়ন অফিস বাধ্যতামূলকভাবে তাদের ক্লাবগুলোতে স্থানান্তর নিশ্চিত করতে হবে।

৮. কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনকালীন প্রচারণা পরিবেশবান্ধব করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ বজায় রাখতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হানিকর ও পরিবেশ বিপর্যয়কারী অপ্রয়োজনীয় পোস্টার লিফলেট ও ব্যানার ব্যবহার আইন করে নিষিদ্ধ করতে হবে।