| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে ত্রাণ পাঠালো তুরস্ক


বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে ত্রাণ পাঠালো তুরস্ক


মুসলিম বিশ্ব ডেস্ক     29 August, 2022     01:03 PM    


বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে তুরস্ক, কানাডা, ফ্রান্স, কাতার, সংযুক্ত আরব আমিরাত,  এবং আজারবাইজানসহ অনেক দেশ। ত্রাণসামাগ্রী ও ওষুধ পাকিস্তানে পাঠানো শুরু করেছে দেশগুলো।  

পাকিস্তানের ডন পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্ক প্রথম দেশ হিসেবে পাকিস্তানে ত্রাণ পাঠায়।

রবিবার (২৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টার দিকে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে তুরস্কের বিমান অবতরণ করে। তার প্রায় দুই ঘণ্টা পরে তুরস্ক থেকে আরেকটি বিমান ১৪ টন ত্রাণ সামগ্রী নিয়ে করাচিতে পৌঁছায়। আরও ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।  
পাশাপাশি কাতার, কানাডা, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানে ত্রাণ পাঠাচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় মারা গেছে কমপক্ষে ১১৯ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৩৩।

পাকিস্তান সেনা বাহিনী বলছে তাদের হেলিকপ্টার খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকা থেকে বন্যার পানিতে আটকে পড়া শত শত গ্রামবাসীকে উদ্ধার করেছে।