| |
               

মূল পাতা জাতীয় সরকার সংসদের ১৯তম অধিবেশন শুরু বিকেলে


সংসদের ১৯তম অধিবেশন শুরু বিকেলে


রহমত ডেস্ক     28 August, 2022     07:48 AM    


একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন  আজ (২৮ আগস্ট) রোববার বিকেল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশনের পরবর্তী ৬০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এ অধিবেশন তিন থেকে পাঁচ কার্যদিবস চলতে পারে। সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।

গত ৩০ জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০ দিন। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে পাস হয় চারটি বিল।