মূল পাতা মুসলিম বিশ্ব রাজনীতিতে আমাকে নিষিদ্ধ করতে চায় অবৈধ সরকার: ইমরান খান
মুসলিম বিশ্ব ডেস্ক 27 August, 2022 09:50 PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র চেয়ারম্যান ইমরান খান বলেছেন, বর্তমান সরকার তাকে রাজনীতিতে নিষিদ্ধ করার চেষ্টা করছে। তার মতে, দেশটির বর্তমান সরকারের কোনো বৈধতা নেই।
পাকিস্তানের আদালতে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় তিনি আগাম জামিন পেয়েছেন।
ইমরান খান এ বিষয়ে রুশ টিভি চ্যানেল আরটি-কে একটি সাক্ষাতকার দিয়েছেন। তিনি এই সাক্ষাতকারে তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে রাজনীতিতে মাইনাস করাই এসব তৎপরতার মূল উদ্দেশ্য।
সম্প্রতি এক সমাবেশে ইমরান খান তার দল পিটিআই'র এক নেতাকে পুলিশ হেফাজতে রাখার জন্য দায়ী করে একজন বিচারকের সমালোচনা করেছিলেন। ঐ নেতার ওপর পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ রয়েছে।
অবশ্য ইমরান খান মামলায় ভীত না হয়ে আবারও বিচারকের সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, তার জনপ্রিয়তার কারণে সরকার ভয় পাচ্ছে। তাকে রাজনীতির মাঠ থেকে সরানোই উদ্দেশ্য।
-পার্সটুডে