| |
               

মূল পাতা জাতীয় চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী


চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী


রহমত ডেস্ক     27 August, 2022     08:22 PM    


চাশ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি অবশেষে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (২৭ আগস্ট) শনিবার মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনায় এ সিদ্বান্ত নেওয়া হয়। বলা হয়, ন্যূনতম মজুরির সঙ্গে আনুপাতিক হারে বাড়বে অন্যান্য ভাতা। 

শনিবার বিকেল ৪টার পর গণভবনে বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এতে দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা-শ্রমিকরা। গত কয়েক দিন ধরে চা-শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা কথা বলে, আশ্বাস দিয়েও কোনো কাজ হয়নি। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তারাও নানা আশ্বাস দিলেও কাজে ফেরেনি তারা। চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। ৩০০ টাকা দৈনিক মজুরির দাবি করেন তারা। এরপর আজ নতুন মজুরি নির্ধারণ করে ঘোষণা এলো।