| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


রহমত ডেস্ক     25 August, 2022     09:10 AM    


সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান অবৈধ ঘোষাণা করে হাইকোর্ট যে রায় দিয়েছে তার পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন,  সরকারি কর্মচারীদের অহেতুক হয়রানি করা যাবে না আইনটি অনেক পুরনো। এ আইনটি বিচারক, ম্যাজিস্ট্রেট সরকারি কর্মচারীদের জন্য আগে থেকেই রয়েছে। বাংলাদেশ ও ভারতসহ অন্যান্য দেশেও কাছাকাছি একই রকম আইন আছে। পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে আপিল করা হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে মেহেরপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীর কোনো দুর্নীতি থাকলে এ আইনের সঙ্গে সম্পৃক্ত নয়। এ ধারাটি যে বাতিলের রায় হয়েছে সে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে দেখা হবে।

এর আগে, বৃহস্পতিবার সকালে ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল ও গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট।

রায়ে বলা হয়, সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বেআইনি, সংবিধান পরিপন্থী ও মৌলিক অধিকার পরিপন্থী।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।