মূল পাতা আন্তর্জাতিক ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল
আন্তর্জাতিক ডেস্ক 25 August, 2022 10:05 PM
ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেস কোলকাতায় বিক্ষোভ মিছিল হয়েছে। আজ (২৫ আগস্ট) বৃহস্পতিবার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধিমূর্তি পর্যন্ত মিছিলে কয়েক হাজার মানুষ শামিল হন।
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, দ্রব্যমূল্য বৃদ্ধি, গুজরাটে বিলকিস বানু মামলায় ধর্ষকদের মুক্তির প্রতিবাদসহ একগুচ্ছ ইস্যুতে বৃহস্পতিবার পথে নামে মহিলা তৃণমূল কংগ্রেস। কোলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধিমূর্তি পর্যন্ত মিছিলে অংশ গ্রহণ করেন রাজ্যের একাধিক মন্ত্রী, তৃণমূল এমপি, বিধায়ক, কাউন্সিলর ও অন্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, অপরূপা পোদ্দার, মালা রায়, রত্না চট্টোপাধ্যায়রা। আজ রাজ্যের নারী-শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা গুজরাটে বিলকিস বানু মামলায় ধর্ষকদের মুক্তির প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ওদের কেন ছাড়া হল? কেন জেলে থাকল না? ধর্ষণকে সমর্থন করছে কেন্দ্রীয় সরকার।’
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সিগুলোকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ করছি। একই অভিযোগে অভিযুক্ত অন্যদের গায়ে আঁচড় লাগছে না, তারা বিজেপির অনুগত, তাই এই অবস্থা। বিলকিস বানু মামলায় ধর্ষকদের ক্লিনচিট দেওয়া মানে হাত ক্লিন হয়ে গেল, এরকম ভাবার কারণ নেই। ওই পদক্ষেপ বিশ্বের কাছে আমাদের লজ্জায় ফেলছে।’
আজ প্রতিবাদী তৃণমূল নেতা-কর্মীরা কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে বিক্ষোভে শামিল হয়েছিলেন।
-পার্সটুডে