| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তাইওয়ানে যুদ্ধ উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাহাথির মোহাম্মদ


তাইওয়ানে যুদ্ধ উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাহাথির মোহাম্মদ


মুসলিম বিশ্ব ডেস্ক     20 August, 2022     02:13 PM    


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেছেন, তাইওয়ানে যুদ্ধ উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র।  চীন তাইওয়ানে হামলার চেষ্টা করলে এই সুযোগে তাইপের কাছে বিপুল অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। শুধু তা-ই নয়, চীনের বিরুদ্ধে দেশটিকে লড়াইয়ে সহায়তা করবে বাইডেন প্রশাসন। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, চীনের হুঁশিয়ারি সত্ত্বেও সম্প্রতি তাইপে সফরে করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ানকে ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এ নিয়ে তাইওয়ান-চীনের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে। এদিকে নিজ দেশের নির্বাচন প্রসঙ্গে এদিন মাহাথির বলেন, মালয়েশিয়ার দুর্নীতিগ্রস্ত ক্ষমতাসীন দল আগামী মাসে সাধারণ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। যদি সবল থাকেন তবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারণ, নীতিগতভাবে হার নিশ্চিত জেনেও তিনি লড়াই চালিয়ে যেতে চান। সূত্র: এপি