রহমত ডেস্ক 20 August, 2022 02:09 PM
দেশের শেয়াবাজারে বিদেশি বিনিয়োগ গত সাতবছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। চলতি বছরের জুন মাস পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে বিদেশি বিনিয়োগের এ তথ্য পাওয়া যায়।
আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স’র আগস্টে প্রকাশিত মাসিক ব্যবসায়িক পর্যালোচনার তথ্য মতে, চলতি বছরের জুনের শেষে ডিএসইতে বিদেশি মালিকানায় মোট ইকুইটি বাজার মূলধনের অবদান ৩.৯ শতাংশে। যা ২০১৫ সাল থেকে রেকর্ড করা হয়নি এমন একটি চিহ্নের নীচে নেমে গেছে। সাত বছরের মধ্যে, ইক্যুইটি বাজার মূলধনের মোট বিদেশি মালিকানা ২০১৯ সালে সর্বোচ্চ ৬.৮ শতাংশে পৌঁছেছিল।
বুধবার ডিএসই মার্কেট মূলধন দাঁড়িয়েছে ৫,০৮,১০৯ কোটি টাকা। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদেশি মালিকানাসহ সমস্ত কোম্পানির মধ্যে, ২০২২ সালের জুন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ ৩৬.১ শতাংশ বিদেশী শেয়ার ছিল, এর দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মার ২৮.৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ’র বিদেশী মালিকানায় রয়েছে ২৫.৭ শতাংশ, রেনাটা লিমিটেড’র ২২.৯ শতাংশ, ইসলামী ব্যাংক’র ২০.৬ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন-ডিবিএইচতে ১৯.৩ শতাংশ, বিএসআরএম লিমিটেড’র ১৭.৫ শতাংশ, স্কয়ার ফার্মা’র ১৩.৯ শতাংশ, রিং শাইন টেক্সটাইল’র ১০.২ শতাংশ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ’র ৯.৪ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার অস্থির অবস্থার মধ্য দিয়ে পার করেছে। ঘন ঘন নীতি পরিবর্তন এবং মুদ্রার চাপের মধ্যে কম বিনিয়োগকারীদের অংশগ্রহণ সহ বিভিন্ন কারণে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহ হারিয়েছে। পুঁজিবাজারের পাশাপাশি আর্থিক খাতের অস্থিরতা শেয়ার বিক্রির বড় কারণ হতে পারে। সাম্প্রতিক সময়ে, বিনিয়োগকারীরা কোভিড-১৯ মহামারী, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, মার্কিন ডলারের বিপরীতে টাকার ক্রমাগত অবমূল্যায়ন, বহিরাগত ঋণ নিয়ে উদ্বেগ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন সহ বিভিন্ন সমস্যা নিয়ে লড়াই করছে। এদিকে, শেয়ারবাজারে থেকে বিদেশি বিনিয়োগকারীরা ২০২২ অর্থবছরে রেকর্ড ১৭৮০ কোটি টাকা প্রত্যাহার করেছে।
বাজার বিশ্লষকরা বলছেন, পুঁজিবাজারে সুশাসনের অভাবের সঙ্গে ব্যাংকিং কেলেঙ্কারির একটি সিরিজও পোর্টফোলিও বিনিয়োগকে নিরুৎসাহিত করেছে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ডলার সংরক্ষণ করা পাঁচটি দেশি ও একটি বিদেশি ব্যাংকের ট্রেজারি প্রধানদের অব্যাহতি দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকগুলোর এমডি শোকজ করা হয়েছে।