রহমত ডেস্ক 20 August, 2022 01:19 PM
চা শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৪৫ টাকা করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০০ টাকা মজুরির দাবিতে সারাদেশের চা বাগানে চা শ্রমিকদের ১২তম দিনে অনির্দিষ্টকালের ধর্মঘট চলার মধ্যে এ ঘোষণা এসেছে।
বিষয়টি নিশ্চিতে করে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ হাসান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বার্তা এসেছে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে। প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা করার ঘোষণা দিয়েছেন। তিনি দেশের বাইরে যাবেন, দেশে ফিরে শ্রমিক ও মালিকদের নিয়ে বসে মজুরির বিষয়ে বিবেচনা করবেন। আজ বিকfলে শ্রীমঙ্গলে শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসক বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষিত ১৪৫ টাকা শ্রমিকদের মজুরি দেয়ার বিষয়টি জানাবেন তিনি।
দেশের ১৬৭টি চা বাগানের ন্যায় মৌলভীবাজারের ৯২টি চা বাগান, হবিগঞ্জ ও সিলেটসহ সারাদেশে শনিবার সকাল থেকে ধর্মঘটের অংশ হিসেবে বাগান এলাকায় মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে চা শ্রমিকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী চা শ্রমিকরা দুপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধের কথা রয়েছে।
-চ্যানেল আই অনলাইন