| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ডেঙ্গুতে হাসপাতালে আরও ৯৮ জন


ডেঙ্গুতে হাসপাতালে আরও ৯৮ জন


রহমত ডেস্ক     18 August, 2022     03:42 PM    


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৮ জন। এর মধ্যে ৭৭ জন ঢাকার এবং বাকি ২১ জন ঢাকার বাইরের।

বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ‌্য জানা গেছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এরমধ্যে শুধু ঢাকাতেই ভর্তি আছেন ৩৮৬ জন।  

বাকি ৬৮ জন ঢাকার বাইরের অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪২ জন।