রহমত ডেস্ক 17 August, 2022 09:05 PM
টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কামানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাত হাজার ৩৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ৮২ হাজার ৫৬ টাকা। যা আগে বিক্রি হচ্ছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমছে দুই হাজার ২৭৫ টাকা।
মূল্য হ্রাসের পর ২১ ক্যারেট স্বর্ণের বর্তমান মূল্য দাঁড়াবে ৭৮ হাজার ৩২৩ টাকা। যা আগে ছিল ৮০ হাজার ৪৮২ টাকা। এ মানের স্বর্ণের দাম কমছে দুই হাজার ১৫৮ টাকা। আর মূল্য কমে ১৮ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম দাঁড়িয়েছে ৬৭ হাজার ১২৬ টাকায়। যা আগে বিক্রি হচ্ছিল ৬৮ হাজার ৯৯৩ টাকায়। এ মানের স্বর্ণের দাম কমছে এক হাজার ৮৬৬ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৫ হাজার ২৮৭ টাকায়। আগামী ১৮ আগস্ট থেকে এ মূল্য কার্যকর হবে। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।