রহমত ডেস্ক 16 August, 2022 11:22 PM
নরসিংদী রেলস্টেশনে অশ্লীল পোশাক পরিহিতাদের বাধা দেয়ার ঘটনায় আটককৃত শিলা আক্তার মার্জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শিলা আক্তার মারজিয়ার জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন।
আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা মো. শোয়েব মুহিত।
এর আগে গত ১৮ মে সকালে নরসিংদী রেল স্টেশনের ১নং প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল অশ্লীল পোশাক। তা দেখে প্রথমে স্টেশনে অবস্থানরত এক নারী ওই তরুণীকে শালীন পোশাক পরার আহ্বান করে। বিষয়টি এক পর্যায়ে বাকবিতণ্ডায় পৌঁছায়। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৯ মে দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে মার্জিয়াকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।