| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি খালেদা জিয়া ও গণতন্ত্র অঙ্গাঅঙ্গিভাবে জড়িত : ফখরুল


খালেদা জিয়া ও গণতন্ত্র অঙ্গাঅঙ্গিভাবে জড়িত : ফখরুল


রহমত ডেস্ক     16 August, 2022     01:13 AM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে রাজনীতির ইতিহাস হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া ও গণতন্ত্র— এ দুটো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তিনি গৃহবধূ ছিলেন। জাতির প্রয়োজনে যখন সেই গৃহবধূ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সামনে এসে দাঁড়ালেন তখন থেকে তিনি সংগ্রাম শুরু করেছেন। সারাটা জীবন গণতন্ত্র চর্চার জন্য তিনি সংগ্রাম করেছেন। এর জন্য এখন তাকে গৃহে অন্তরীণ রাখা হয়েছে। আমাদের প্রথম শর্ত হচ্ছে, যিনি গণতন্ত্রকে রক্ষা করেছেন, গণতন্ত্র চর্চা করেছেন তাকে অবশ্যই প্রাথমিক মুক্তি দিতে হবে এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই জন্মদিনে আমরা তার দীর্ঘ জীবন কামনা করছি। আমরা দোয়া করছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আমাদের নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে  মহানগর বিএনপি উত্তর-দক্ষিণের উদ্যোগে খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ আহ্বায়ক আবদুস সালাম ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।