| |
               

মূল পাতা সারাদেশ মহানগর যশোরের কৃষকরা দিশেহারা, অর্থ সংকট চরমে


যশোরের কৃষকরা দিশেহারা, অর্থ সংকট চরমে


যশোর প্রতিনিধি     15 August, 2022     08:17 PM    


জ্বালানি তেলের দাম বৃদ্ধি কারণে যশোর অঞ্চলরে কৃষকদরে জীবনযাত্রা  নানামুখী সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে। বাজারে নিত্য পণ্যের  যেমন লাগামহীন তেমনি নিয়ন্ত্রণহীন কৃষি পণ্যের। সব ধরনরে কৃষি পণ্যরে দাম বেড়েছেে অস্বাভাবকি।ফলে সংসার ও জমিতে ফসল উৎপাদন খরচ মেটাতে কৃষক দিশেহারা তারা চরম র্অথ সংকটে মধ্যে  রয়েছে ডিজেলের মূল্য বৃদ্ধি সাথে বেড়েছেে সার, কটিনাশক সহ সকল কৃষি পণ্যরে। ৮০০ টাকা  ইউরয়িা সার ১২৫০টাকা, ৮০০পটাশয়িাম সার  ১৬০০ টাকা, ১১০০ টাকার  টিএচপি ১৯০০ টাকা বিক্রি হচ্ছে। সরকারী ইউরিয়া বিক্রি হচ্ছে ১০০০ টাকা বস্তা যা আগে ছিলো ৭০০ টাকা বস্তা।
১৫% হারে বৃদ্ধি পেয়েছেে সকল ধরনরে কিটনাশকের দাম ১ কেজি ২০০ দস্তা ২৫৫ টাকা, ২০০ টাকা ১ কেজি থিউভিট ২৪৫ টাকা ১ কেজি ৫০০ পচা ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

সার কিটনাশক দোকাদার হোসেন আলী বলেন, সরকার তেলের মূল্য বৃদ্ধি সাথে সাথে সার কিটনাশক এর দাম অস্বাভাবিক বেড়েছে। আমরা যেমন দামে ক্রয় করবো সেই ভাবেতো বিক্রি করবো। আমাদের করার কিছু থাকে না।

পপুলার এগ্রো লিমিটেড এর মার্কেটটিং অফিসার মোঃ বিল্লাল হোসনে বলেন, তেলের দাম বৃদ্ধি কারনে পণ্য উৎপাদন ও পরিবহন খরচ অনেক বেড়ে গেছে এর প্রভাব পড়ছেে সব ধরনরে  সার ও কটিনাশকের উপর।১৫% হারে সব ধরনরে কৃষি পণ্যরে দাম বেড়েছে।

বালুন্ডা গ্রামের কৃষক ইয়াকুব আলী বলেন, আমার আয়ের একমাত্র উৎস হলো আমার ৮ বিঘা ফসলি জমিতে উৎপাদিত ফসল। কিন্তু ইরি মৌসুমে বৃষ্টির পানিতে ধান নষ্ট হয়ে ধারদেনায় জর্জরিত। এখন তেলের মূল‍্য বৃদ্ধিতে সব কিছু দাম অনেক বেড়ে গেছে সেখানে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। জমিতে ফসল উৎপাদন করবো কি করে সেই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে।

বসতপুর গ্রামের বৃদ্ধ কৃষক চাঁন ময়িা বলেন, খাওন জুডে না মাঠো ধান লাগামু কেমনে।হরকার আমাগো দেহনের হময় নাই। জুনুগুন মরলে হরকারে কি পোলাপাইন লইয়া মরন ছাড়া কুনু পুথ নাই।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: