মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস ৫-১১ বছরের শিশুদের করোনার টিকাদান শুরু হচ্ছে আজ
রহমত ডেস্ক 11 August, 2022 09:00 AM
দেশের পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের পরীক্ষামূলকভাবে কোভিড-১৯-এর টিকাদান শুরু হচ্ছে আজ (১১ আগস্ট) বৃহস্পতিবার থেকে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর চলতি মাসের শেষ সপ্তাহে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের গণহারে টিকাদান অভিযান শুরু হবে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনা প্রতিরোধে পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে আসে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খোরশেদ আলম জানিয়েছিলেন, আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে পরীক্ষামূলক শিশুদের করোনা টিকা কার্যক্রম। এরপর সামগ্রিক অবস্থা বিবেচনায় ২৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত প্রথম রাউন্ডের টিকাদান চলবে। এর দুমাস পর টিকার দ্বিতীয় রাউন্ড শুরু হবে।