রহমত ডেস্ক 11 August, 2022 05:26 PM
রাশিয়া থেকে বাংলাদেশ সরকার ৩ লাখ টন গম আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বাংলাদেশের যে পরিমাণ গম দরকার তা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। প্রথম অবস্থায় বাংলাদেশ রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি করবে
বৃহস্পতিবার (১১ আগস্ট) এক বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি এ বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ও গম রফতানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা আছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী।এ সময় তিনি বাংলাদেশে প্রয়োজনীয় গম রফতানির আগ্রহ প্রকাশ করেন।