| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ


নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ


রহমত ডেস্ক     11 August, 2022     12:24 PM    


তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে এই বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভে যোগ দেয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ নেতা-কর্মীরা। এতে উপস্থিত হয়েছেন জেএসডি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী অনুসারী পরিষদের নেতারা।

এর আগে গত সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দলীয় জোটের ‘গণতন্ত্র মঞ্চ’ আত্মপ্রকাশ করে। জোটভুক্ত দলগুলো হলো—জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।