মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলি বিমানের জন্য আকাশ উন্মুক্ত করতে রাজি হয়নি ওমান
মুসলিম বিশ্ব ডেস্ক 11 August, 2022 10:25 PM
ইহুদিবাদী ইসরাইলের বিমানের জন্য আকাশ উন্মুক্ত করে দিতে রাজি হয়নি ওমান। এর মধ্য দিয়ে পরিষ্কার হলো যে, দেশটি ইহুদিবাদী ইসরাইল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করছে না।
বুধবার (১০ আগস্ট) ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে খবর দিয়েছে যে, ওমানের সুলতান ইসরাইলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেয়ার পক্ষে মত দেন নি। ওমানের আকাশ সীমা ব্যবহার করতে পারলে ইসরাইলি বিমানের জন্য দূরপ্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে।
ওমানের আকাশসীমা খুলে দেয়া ইসরাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে, সৌদি আরবের আকাশসীমা খুলে দেয়ার পরেও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারত মহাসাগরের আকাশে ইসরাইলি বিমানের প্রবেশ সহজসাধ্য হচ্ছে না। সে ক্ষেত্রে সৌদির আকাশ ব্যবহারের বিশেষ সুবিধা নিতে পারবে না ইসরাইলের ফ্লাইটগুলো।
ওমানের আকাশসীমা খুলে না দিলে ইসরাইল বিমানগুলোকে ইয়েমেনের আকাশ পাড়ি দিতে হবে যার আপাতত সম্ভাবনাই নেই।
রাশিয়া টুডে’র রিপোর্টে বলা হয়েছে- ইসরাইলের সঙ্গে ওমানের এরইমধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে কিন্তু বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয় নি।
-পার্সটুডে