রহমত ডেস্ক 10 August, 2022 01:50 PM
গণমানুষকে একটু স্বস্তি দিতে এখনই জ্বালানি তেলের দাম কমিয়ে ধাপে ধাপে বাড়ানোর পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বুধবার (১০ আগস্ট) ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশে প্রতি লিটার অকটেনের দাম ভারতের চেয়ে ১০ টাকা, ডিজেলের দাম ২ টাকা বেশি; ভিয়েতনামের চেয়ে ২৯ টাকা এবং ১৫ টাকা বেশি আর যুক্তরাষ্ট্রের চেয়ে ২৪ টাকা বেশি, কাজেই মানুষকে একটু স্বস্তি দিতে এখনই জ্বালানি তেলের দাম কমিয়ে ধাপে ধাপে বৃদ্ধি করা উচিত।
তিনি বলেন, দুর্নীতি, চুরি, অব্যবস্থাপনা কমিয়ে আনা এবং দক্ষতার উন্নয়ন করা গেলে এই মুহুর্তে তেলের দাম একলাফে এতোটা বাড়ানো দরকার হতো না।
আলোচনায় অংশ নিয়ে বিকেএমইএ সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, উদ্যোক্তারা একটা ভয়ংকর সংকটে পড়েছেন। শিল্প বাঁচাতে পকেটের টাকা ভর্তুকি দিয়ে চলতে হচ্ছে তাদের। টিকে থাকতে শিল্প শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা দরকার, কিন্তু বায়ারদের সাথে দরবৃদ্ধি নিয়ে দরকষাকষির কোন সুযোগ নাই। কাজেই এভাবে কতদিন শিল্প বাঁচানো যাবে সন্দেহ।